পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : মহাসড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে ঘোষণা দিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা বলেছেন, কেউ হাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল সোমবার নগরীর দুই নম্বর গেইট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া ঈদের আগে মহাসড়কে কোনো যানবাহন বিশেষ করে পশুবাহী গাড়ি থামাবে না পুলিশ। গবাদি পশুর হাট ও পশু পরিবহনকালে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অতিরিক্ত হাসিল আদায় ও এক হাটের পশু অন্য হাটে জোরপূর্বক নেয়ার বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এতে অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভূঁঞা, মো. মশিউদ্দৌলা রেজা, মো. আফরুজুল হক টুটুল, সড়ক পরিবহন নেতা মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।