Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের রাস্তাঘাট দখল বিক্ষোভকারীদের

ফের রাস্তাঘাট দখল বিক্ষোভকারীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

হংকং শহরজুড়ে অবরোধ পালনের ঘোষণা
চীনের অব্যাহত হুঁশিয়ারি সত্তে¡ও স্বায়ত্তশাসন, গণতন্ত্র ও আটক সহযোদ্ধাদের মুক্তির দাবিতে ফের রাজপথে নেমেছে হংকংয়ের হাজার হাজার মানুষ। গ্রেফতারের হুমকি উপেক্ষা করেই শনিবার শহরের প্রধান প্রধান রাস্তাসহ একটি বড় সুড়ঙ্গপথ আটকে দেয় বিক্ষোভকারীরা। এদিন আবারও হংকংয়ের চীন-সমর্থিত নেতা ক্যারি লামের পদত্যাগ চেয়ে আওয়াজ তোলে তারা। কিন্তু এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। অন্যদিকে চীনপন্থীরাও এদিন রাজপথে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের হাতেও ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। বিবিসি জানিয়েছে, বিরোধীরা আরও বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করেছে। আজ সোমবার শহরজুড়ে অবরোধ পালন করবে তারা। বিক্ষোভের মধ্যে দু’দিন আগেই তিন মিনিটের দাঙ্গাবিরোধী মহড়ার ভিডিও প্রকাশ করে হংকংয়ে চীনে পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)। বিশ্লেষকরা ওই ভিডিওকে স্বায়ত্তশাসিত অঞ্চলটির গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদেরকে বেইজিংয়ের শাসানো চেষ্টা বলে মনে করেন। রয়টার্স এ খবর দিয়েছে। বিবিসি জানায়, হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ থামছেই না। গত ৯ সপ্তাহ ধরে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধান শহর বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ হয়ে আসছে। সর্বশেষ শনিবার মং কক জেলায় বিক্ষোভ করেছে কয়েক হাজার লোক। গত জুনে অপরাধী প্রত্যর্পন বিল বাতিলের দাবিতে গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভকারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ