Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্লিনে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ১২৩ পুলিশ আহত

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বার্লিনের পূর্বদিকের একটি এলাকার পুনঃউন্নয়নের বিরুদ্ধে প্রতিবাদরত বামপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১২৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিবিসি বলছে, গত শনিবার শহরটির ফ্রিয়েদরিচশেইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই এলাকায় প্রায় সাড়ে তিন হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। এদের কেউ কেউ মুখোশ পরে ছিল এবং তারা পুলিশের দিকে পটকা ছুঁড়ে মেরেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গেল পাঁচ বছরের মধ্যে সবচেয়ে সহিংস প্রতিবাদ ছিল এটি। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজার ৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। দোকানের জানালা ও পুলিশের গাড়ি ভাংচুর শুরু হলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ৮৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। স্থানীয় অনেক বৈধ বাসিন্দাও অবৈধ বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল। তারা এলাকার অভিজাতকরণ ও বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিক্ষোভ মিছিল চলার সময় এই বৈধ প্রতিবেশীরা চামচ দিয়ে হাড়িপাতিল বাজিয়ে অবৈধ বাসিন্দাদের প্রতি সমর্থন জানায়। জুনে এলাকাটির অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ করা শুরু হলে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রিয়েদরিচশেইন এলাকাটিকে অভিজাত এলাকায় রূপান্তর করতে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্লিনে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ১২৩ পুলিশ আহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ