বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া তাদের একমাত্র শিশু পুত্র বিজয় (১০) গুরুতর আহত হয়েছে।
রোববার সকালে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিম দেওহাটা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী তাসলিমা (৩০) তাদের শিশুপুত্র বিজয়কে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে ব্যাটারি চালিত রিকশা যোগে ওই দম্পত্তি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌছালে গাজীপুর থেকে টাঙ্গাইল গামী যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো- জ- ১১-০২৮৫) রিকশাটিকে চাপা দিলে ঘটনা স্থলে তাসলিমা নিহত এবং জাহাঙ্গীর, তার ছেলে বিজয় ও রিকশা চালক শরবেস আলী (৩০) গুরুতর আহত হন।
কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর ও রিকশা চালক শরবেস আলীর মুত্যু হয়। শিশু কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত রিকশা চালকের বাড়ি মির্জাপুর পৌর এলাকার বাইমহাটী গ্রামে বলে জানা গেছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত ) মো. মোশারফ হোসেন বলেন বাস চাপায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।