Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ২ ট্রাকের সংঘর্ষে মারা গেল ৫০ ছাগল

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১০:৩৯ এএম

সাভারের আশুলিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন আহত হয়েছেন। এ সময় প্রায় ৫০টি ছাগল মারা গেছে। শনিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বেলতলা গণস্বাস্থ্য এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মহাসড়কের দুদিক দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে করে প্রায় এক ঘণ্টা ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।

আশুলিয়া থানার এসআই আবদুল জলিল জানান, যশোর থেকে ২৫০টি ছাগলবাহী একটি ট্রাক গাবতলীর হাটে যাচ্ছিল।

আশুলিয়ার বেলতলায় ঢাকা-আরিচা মহাসড়কে এসে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা যায়। ঘটনায় ট্রাকটির চালক ও সহযোগী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক দুটি সরিয়ে নেয়া হয়েছে এবং সড়কে যানচলাচলও স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ