যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার ব্রংক্স অফিস উদ্বোধনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাংলাবাজার মসজিদ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেছেন, কমিউনিটির সেবায় ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কমিউনিটি একটিভিস্টদের পাশাপাশি ব্যবসায়ীরা কমিউনিটিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করেন ।
গত ১ আগস্ট বৃহস্পতিবার ২০১৯ সকালে নিউইয়র্ক সিটির ব্রংক্স ক্যাসল হিল ওয়েস্টচেস্টার এভিনিউ এ ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার অফিস উদ্বোধন কালে তিনি আরও বলেন, বয়স্কদের সেবা দানে হোম কেয়ারগুলো অত্যন্ত ভালো কাজ করছে সকলের জন্য । এতে অনেকেই এর সুবিধা সুযোগ গ্রহণ করে সময়কে উপভোগ করছেন । ব্রংক্স অফিসের পরিচালক মিডিয়াকর্মী, সংগঠক মাহফুজ আদনানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন, বিশিষ্ট সমাজসেবী শাহজাদ আলী, ব্যবসায়ী ও সাবেক স্কুল শিক্ষক মনজুর ই মৌলা, আগর ও আতর ব্যবসায়ী হাজী ইকবাল হোসেন, বাংলা বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া ও সহযোগী ইমাম হাফিজ তফাদার, সিপিএ কামরুল হাসান, সিপিএ জাকির চৌধুরী, বিহঙ্গ প্রিন্টিং এর আব্দুল হাকিম, কমিউনিটি লিডার ফজলে আবিদ খান প্রমুখ । পরে বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া দোয়া পরিচালনা করেন। দোয়ার পরে শিরনী বিতরণ করা হয় ।
এদিকে সন্ধ্যায় ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ব্রংক্স অফিস পরিদর্শন ও ফিতা কেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোম কেয়ারের চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদ । তাকে অভ্যর্থনা জানান, ব্রংক্স অফিসের চিফ এডভাইজার হাজী ইকবাল হোসেন ও ডাইরেকটর মিডিয়াকর্মী মাহফুজ আদনান। এসময় তার সফরসঙ্গী ছিলেন, বিশিষ্ট সাংবাদিক টাইম ম্যাগাজিনের সম্পাদক রিমন ইসলাম, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের জ্যাকসন হাইটস অফিস কর্মকর্তা জাকিয়া, সুমাইয়া ও সানিয়া প্রমুখ । পরে ব্রংক্স অফিসের পক্ষ থেকে সকলকে আপ্যায়িত করা হয় ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।