মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিষিদ্ধ ঘোষিত হংকং স্বাধীনতা দলের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানস্থল থেকে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। শুক্রবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা এএফপি’কে একথা বলেন।
এদিকে সপ্তাহ’র পর সপ্তাহ ধরে নগরীতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শা টিন জেলার একটি শিল্প প্রতিষ্ঠান থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাত পুরুষ ও এক নারী রয়েছে। লাইসেন্স বিহীন অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিবৃতিতে গ্রেফতারকৃতদের পরিচয় জানানো হয়নি। গ্রেফতারকৃতদের মধ্যে স্বাধীনতা কর্মী অ্যান্ডি চান রয়েছেন। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।