Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাল্কহেডের ধাক্কায় ব্রিজটি বিধ্বস্ত

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

: নেছারাবাদে বুধবার দিবাগত রাতে ভাল্কহেডের ধাক্কায় স্বরূপকাঠি পৌরশহরের প্রধান এবং একমাত্র লোহার ব্রিজটি (ঢালাই সøাব) বিধ্বস্ত হয়েছে।

স্বরূপকাঠি-কুড়িয়ানা সড়কের চলমান কাজের ঠিকাদারের মালামাল নামিয়ে ফেরার পথে পৌর শহরের শীতলা খালে অবস্থিত জগন্নাথকাঠি উত্তর ও দক্ষিণপাড়ের দুই বন্দরের সংযোগ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে ওই ব্রিজ থেকে লোক চলাচল বন্ধ রয়েছে।
গত বুধবার রাতে উজান থেকে নেমে আসা ভাল্কহেডটি দুুইটি বন্দরের সংযোগ ব্রিজটিতে সজোরে ধাক্কা দেয়। এতে এক স্প্যানের খুটিগুলো কাত হয়ে উপরের হাতলের ভিমগুলো সরে যায়। খবর পেয়ে স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, নেছারাবাদ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বন্দরের স্থানীয় লোকজনের অভিযোগ, পৌরশহরের ওই ব্রিজটি এক সময়ে কাঠের পুল ছিল। পরে কাঠের পুলের কাঠামোর উপর সিøপার বসিয়ে বানানো হয় সিøপার ব্রিজ। সে অবস্থায় ওই ব্রিজটি কয়েকবার ভেঙে পড়েছিল। পরে তা কোন রকমে সংস্কার করে সেই সিøপার কাঠামোর উপরে ঢালাই দিয়ে তৈরি করা হয় লোহার ব্রিজ (ঢালাই সøাব)। যে কারণে দুই বন্দরের সংযোগস্থাপনকারী জনগুরুত্বপূর্ণ ব্রিজটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল।

স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির জানান, ঠিকাদারের সাথে কথা হয়েছে তারা ব্রিজটি মেরামত করে দিবেন। ব্রিজ থেকে আপাতত যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে ওইখানে খেয়া দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিধ্বস্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ