মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিকত্ব তালিকা (এনআরসি) এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু এই তালিকা প্রকাশের আগেই আসামে লক্ষাধিক মানুষকে ‘বিদেশি’ বলে ঘোষণা করা হয়েছে। বিধানসভায় এমনটাই জানিয়েছে আসাম সরকার। আগামী ৩১ আগস্ট প্রকাশিত হবে এনআরসি’র চ‚ড়ান্ত তালিকা। তার আগে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুরা।
আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার জানিয়েছেন, যেসব বিদেশি তিন বছরেরও বেশি সময় জেলে কাটিয়েছেন তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট আগেই রাজ্যকে এই নির্দেশ দিয়েছিল।
আসামে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ১৬৪ জনকে বিদেশি বলে শনাক্ত করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল। মঙ্গলবার আসাম বিধানসভায় এক লিখিত প্রশ্নের জবাবে পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এই তথ্য দিয়ে জানান, ১৯৮৫ সাল থেকে এ বছরের ৩০ মার্চ পর্যন্ত ২৯ হাজার ৮৫৫ জন বিদেশিকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। আর এই বিদেশি শনাক্তকরণ প্রক্রিয়ায় ফরেনার্স ট্রাইব্যুনালের পেছনে খরচ হয়েছে ১৬৮ কোটি ২০ লাখ টাকা। আর ১,২৪৩ কোটি ৫৩ লাখ টাকা এখনও পর্যন্ত খরচ হয়েছে এনআরসি প্রক্রিয়ায়।
এই বিশাল পরিমাণ টাকা খরচ করে সুপ্রিম কোর্টের তত্ত¡াবধানে এনআরসি প্রক্রিয়া চললেও বিজেপি নেতারা কিন্তু গোটা প্রক্রিয়ার সমালোচনা করে চলেছেন। মঙ্গলবার বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব মন্তব্য করেন, গোটা প্রক্রিয়াটাই ভুলপথে পরিচালিত হচ্ছে। সুপ্রিম কোর্ট নিয়োজিত এনআরসি সমন্বয়ক প্রতীক হাজেলার বিরুদ্ধে কামান দাগেন তিনি।
শিলাদিত্যের অভিযোগ, দেড় কোটি বাংলাদেশি মুসলিমকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হচ্ছে এনআরসি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু বাস্তব ছবিটা ঠিক বিপরীত। মঙ্গলবারই নিজেদের নাগরিকত্ব প্রমাণ দিতে গিয়েছিলেন দুই বাঙালি। দরং জেলার সিপাঝাড়ের বাসিন্দা সাইজুদ্দিন আলি ও আবদুল খালেককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, দুজনেই ‘বাংলাদেশি’। এভাবে আসাম রাজ্যের নানা জায়গায় বাঙালিদের গায়ে ‘বাংলাদেশি’ তকমা লাগানো হচ্ছে বলে অভিযোগ। সূত্র : আজকাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।