Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেন্সিডিলসহ ভারতীয় আটক

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

রাজশাহীর বাঘায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার ও ভারতীয় নাগরিক এবং এক নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার আলাইপুর গ্রামের হামিদুল ইসলাম (৩২), একই উপজেলার মীরগঞ্জের ভানুকর গ্রামের হাফিজুল ইসলাম (৪০), তার ছেলে জনি আহাম্মেদ (১৮), একই গ্রামের মাসুদ রানা (৩২), ভারতীয় নাগরিক হাবিবুর রহমান (৩৮), পার্শ¦বর্তী পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার মাদক ব্যবসায়ী হাবিবুরের স্ত্রী তারা বেগম (৩৭) এবং জয়পুরহাটের কালাই উপজেলার মাইক্রোচালক সাজু (৩৮)।

এ সময় তিন বস্তায় ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ছাড়াও তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। অভিযানের সময় আরেক মাদক ব্যবসায়ী বানেশ্বরের হাবিবুর রহমান (৪৭) কৌশলে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার দিবাগত রাতে সিনিয়র এ.এস.পি (বাঘা-চারঘাট সার্কেল) নুরে আলমের নেতৃত্বে বাঘা থানা পুলিশ অভিযান পরিচালনা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেন্সিডিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ