Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুই বছর পর অভিনয়ে ফিরলেন আসাদুজ্জামান নূর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

দুই বছর পর অভিনয়ে ফিরলেন অভিনেতা আসাদুজ্জামান নূর। হাসান রেজাউল পরিচালিত জলছবি নামে একটি টেলিফিল্মে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি উত্তরায় নাটকটির শূটিং হয়েছে। এটি রচনা করেছেন শুভাশিস সিনহা। এতে আসাদুজ্জামান নূরের সাথে অভিনয় করছেন তারিন। আসাদুজ্জামান নূরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জ্যোতি সিনহা। অভিনয়ে ফেরা প্রসঙ্গে বলেন, অভিনয়ের জন্যই অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, এখনও পাচ্ছি। অনেক দিন পর সেই অভিনয়ের টানেই শূটিংয়ে ফেরা। তিনি বলেন, এই টেলিছবিতে আমাকে একজন কবির চরিত্রে দেখবেন দর্শক। যেই কবির নাম মাহমুদুল হক। কবির ব্যক্তি ও সামাজিক জীবন এসেছে এখানে। টেলিছবিটিতে দেখা যাবে, কবি এক নারীর প্রেমে পড়েছে। একটু খোঁজ নিতেই জানা গেল, সেই নারী আর কেউ নন, কবি তার সহকারী তারিনের প্রেমে পড়েছেন। এদিকে তারিন অন্য একটি ছেলেকে পছন্দ করেন। অন্যদিকে কবির স্ত্রীও আছেন। উল্লেখ্য, এর আগে দীর্ঘ বিরতির পর ২০১৭ সালের ঈদুল আজহা উপলক্ষে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নূহাশ হুমায়ূনের পরিচালনায় হোটেল অ্যালব্যাট্রস নামের একটা নাটকে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। হাসান রেজাউল বলেন, প্রায় দেড় বছর আগে শুভাশিস দার কাছ থেকে স্ক্রিপ্ট নিয়েছি টেলিছবিটির। কবি চরিত্রটির জন্য আসাদুজ্জামান নূর ভাইয়ের ছবিই চোখের সামনে ভেসে উঠেছে বারবার। তার সঙ্গে যোগাযোগ করি। গল্প শুনে উনিও অভিনয় করতে রাজি হন। নূর ভাইয়ের নানা ব্যস্ততা। তাই তার শিডিউলের জন্য দীর্ঘ সময় আমাকে অপেক্ষা করেতে হয়েছে। অবশেষে কাক্সিক্ষত দিনটি এলো। আমার বিশ্বাস টেলিছবিটি সবার ভালো লাগবে। বঙ্গ বিডি প্রযোজিত টেলিছবিটি ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হবে।



 

Show all comments
  • চৌকিদার মামুন ১ আগস্ট, ২০১৯, ১:৩০ এএম says : 0
    অসাধারণ
    Total Reply(0) Reply
  • Gourangga Barman ১ আগস্ট, ২০১৯, ১:৩১ এএম says : 0
    আপনাকেই সব জায়গাতে মানায় স্যার ।
    Total Reply(0) Reply
  • Sami Al Hasan Babu ১ আগস্ট, ২০১৯, ১:৩৩ এএম says : 0
    বাহ্ দুইজন প্রিয় অভিনেতা/অভিনেত্রী ভালো কিছু হোক শুভ কামনা রইলো,
    Total Reply(0) Reply
  • Amena Ali ১ আগস্ট, ২০১৯, ১:৩৪ এএম says : 0
    Congratulations my dear. Can’t wait to watch the drama.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাদুজ্জামান নূর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ