Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ বছর পর বিটিভি’র নাটকে আসাদুজ্জামান নূর

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ১৬ বছর পর বিটিভির নাটকে অভিনয় করলেন অভিনেতা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আনিসুল হকের রচনায় ও মাহবুবা ফেরদৌস’র প্রযোজনায় ঈদ বিশেষ নাটক ‘মাটির প্রদীপ’ নাটকে অভিনয় করেছেন তিনি। গত ৭ সেপ্টেম্বর রাত নয়টায় বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে নাটকটির শূটিং হয়। নাটকটিতে আসাদুজ্জামান নূরকে একজন বংশীবাদক আসাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা। আসাদুজ্জামান নূর, ‘বিশেষ ধন্যবাদ দিতে চাই বিটিভির মহাপরিচালক হারুণ সাহেবকে। তিনি আমার অভিনয়ের আগ্রহকে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। বেশ চমৎকার একটি গল্পের নাটক মাটির প্রদীপ। বিটিভির নাটকে সবসময়ই কাজ করতে চাই। কারণ এখান থেকেই আমার শুরু। বহুবছর পর বিটিভির নাটকে কাজ করছি। খুব ভালো লেগেছে। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। উল্লেখ্য, বিটিভিতে সর্বশেষ ২০০০ সালে আসাদুজ্জামান নূর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চার অধ্যায়’ উপন্যাস অবলম্বনে ‘চার অধ্যায়’ নাটকে অভিনয় করেন। এর নাট্যরূপ দিয়েছিলেন অনন্ত হীরা এবং প্রযোজনা করেছিলেন আহসান হাবীব। এদিকে আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা সর্বশেষ ১৯৯০ সালে হুমায়ূন আহমেদ’র রচনায় ও বরকত উল্যাহ’র প্রযোজনায় ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে সর্বশেষ অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৬ বছর পর বিটিভি’র নাটকে আসাদুজ্জামান নূর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ