বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ১৯৭১ সালে যারা দেশে গণহত্যা চালিয়েছে, নারীদের ধর্ষণ করেছে, ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করেছে, যারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, যারা গাছপালা এমন কি কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়েছে এবং সবশেষে যারা হলি আর্টিজেন-এ নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের অভ্যন্তরীন শেকড় একই। তারা সবাই দানব ছিল। আমরা দানবের সমাজ নয় মানবের সমাজ বিনির্মান করতে চাই। এ ক্ষেত্রে সংস্কৃতি চর্চ্চা বা সংস্কৃতি বিকাশের কোন বিকল্প নাই। আমাদের প্রধানমন্ত্রী সংস্কৃতি বান্ধব। তারই অনুপ্রেরনায় বাংলাদেশে সংস্কৃতি চর্চ্চা ও বিকাশের নানা উদ্যোগ হাতে নেয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুর ২টায় নওগাঁয় একুশে’র চেতনায় লালিত ঐতিহ্যবাহি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত গুনীজন সম্বর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যএন্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহিদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।