বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় বন্ধুর বাবা-মাকে মারপিটের প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম ইমন হোসেন (২০)। মঙ্গলবার রাতে বগুড়া শহরের পালশা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন বগুড়া সদরের শহরদীঘি গ্রামের মৃত রানা মিয়ার ছেলে। তিনি শহরের জামিলনগর এলাকায় মামা স্বাধীনের বাসায় থেকে এরুলিয়ার একটি ময়দার মিলে চাকরি করতেন।
নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আম্বার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরের পালশা বটতলা এলাকার ভাঙাড়ি মালের ফেরিওয়ালা খোকনের স্ত্রীর সঙ্গে এক যুবকের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।
মঙ্গলবার সকালে লাকী প্রেমিকের জন্য খোকনের সংসার ত্যাগ করেন। তখন খোকন সন্দেহ করেন, তার স্ত্রী (লাকী) প্রতিবেশী সাজেদার মোবাইল ফোন দিয়েই প্রেম করতেন। আর এ কাজে সাজেদা তাকে সহযোগিতা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।