Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ২:১৭ পিএম

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ খবর জানিয়েছে। আজ (বুধবার) সকালে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ‘ওনস্যান’ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দু’টি নিক্ষেপ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) উত্তর কোরিয়া একই ধরনের দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

আজ ওনস্যান বন্দরের কালমা এলাকা থেকে স্থানীয় সময় ভোর ৫টা ৬ মিনিট ও ৫টা ২৭ মিনিটে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দু’টি ক্ষেপণাস্ত্রই ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগর বা পূর্ব সাগরি পতিত হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কেয়ং-ডু জানিয়েছেন, আজকর ক্ষেপণাস্ত্র এর আগেরগুলোর চেয়ে ভিন্ন মডেলের। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আজকের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ পরীক্ষার ফলে জাপানের নিরাপত্তায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।

গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সাক্ষাতের পর এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। জুন মাসের পর দুই নেতা আরো দু’বার পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করলেও ঢাকঢোল পিটিয়ে ছবি তোলা ছাড়া এসব সাক্ষাতে উত্তেজনা প্রশমনের কোনো পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি।

উত্তর কোরিয়া গত সপ্তাহের পরীক্ষার পর জানিয়েছিল, দক্ষিণ কোরিয়া আমেরিকার সঙ্গে আবার যৌথ সামরিক মহড়া চালানোর যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে এটি একটি ‘আনুষ্ঠানিক সতর্কবার্তা।’ আগামী মাসে পরিকল্পিত ওই যৌথ মহড়া অনুষ্ঠিত হবে যাকে উত্তর কোরিয়া সব সময় সেদেশের ওপর আগ্রাসনের প্রস্তুতি বলে মনে করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ