Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনটা গুজব

ডেঙ্গুু-ধর্ষণ-ব্যাংক-শেয়ারবাজার লুট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিএনপি বলেছে কোনটা গুজব, জাতির কাছে পরিষ্কার করুন। গুজব কী ডেঙ্গু, শিশু নির্যাতন, শেয়ারবাজারে লুট, খুন গুম কোনটা গুজব জাতির কাছে পরিষ্কার করুন। গতকাল এক আলোচনা সভায় এই প্রশ্ন ছুঁড়ে দেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, মহিলাদের প্রতি নিয়ত ধর্ষণ করা হচ্ছে, শিশুদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে, শেয়ারবাজার থেকে গত দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে, ব্যাংক লুট করে খালি করে দেয়া হয়েছে, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, গুম-খুন-হত্যা, নির্বাচন কমিশন থেকে সংবিধান লঙ্ঘন করে হজ পর্যবেক্ষণে গেছেন। গুজব আসলে কোনটা?
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই প্রশ্ন তোলেন। বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের কাছে তো সবকিছু গুজব বলে উড়িয়ে দেয়া ছাড়া কোনো পথ নেই। তারা সবকিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে- তারা এখন যাদের দিয়ে ক্ষমতা দখল করে আছে, তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তারা দেশের মালিক হয়ে গেছে জনগণ আর দেশের মালিক নেই।

বিএনপির এই প্রভাবশালী নেতা আরো বলেন, সরকারের মন্ত্রীরা বলছে বিএনপির অফিস নাকি গুজবের ফ্যাক্টরি। সমস্যাটা হচ্ছে যারা এখন জনগণকে বাহিরে রেখে উন্নয়নের নামে ক্ষমতা দখল করেছে, তারা জনগণের সম্মুখীন হতে পারছেন না। তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। জনগণের কাছে তারা জবাবদিহি করতে চায় না। তার জন্য তারা সবকিছুকে গুজব বলে চালিয়ে যেতে চাচ্ছে।

কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের প্রতিটা মানুষ এখন এক বাক্যে চাচ্ছে। আমি শুধু এটুকুই বলবো খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশা করা যায় না। বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দী নির্যাতিত নেতারা যেভাবে গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছেন খালেদা জিয়ার মুক্তিও একই প্রক্রিয়ায় হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নাসির হাজারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মোহাম্মাদ নেছারুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ