Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনার তৈরী কেক কেটে জন্মদিন পার করলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ৫:০৬ পিএম

প্রিয়াঙ্কা চোপড়া কয়েকদিন পর পরই সংবাদের শিরোনামে উঠে আসেন। কখনও কাজ, কখনও প্রেম আবার কখনও বা বিয়ে। এগুলো বিষয়ে অসংখ্যবার খবরের জন্ম দিয়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। এবার সম্পূর্ণ ভিন্ন একটি কারণে প্রিয়াঙ্কা সংবাদের পাতায় হাজির হয়েছে।
গত ১৮ জুলাই মার্কিন এই পুত্রবধূর জন্মদিন পার হয়েছে। স্বামী নিক জোনাসের সঙ্গে এবারের জন্মদিনটা প্রিয়াঙ্কা পার করেছেন মায়ামি সমুদ্র পাড়ে। সঙ্গে দুই পরিবারের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পরিণীতি চোপড়াও।
সম্প্রতি ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়, প্রিয়াঙ্কার এবারের জন্মদিনের কেকটা ছিল সোনা দিয়ে তৈরী! মাত্র ২৪ ঘন্টা আগে স্বামী নিন জোসান প্রিয়াঙ্কার জন্য এই কেক অর্ডার করেন। ২৪ ক্যারেট এডিবল সোনা দিয়ে তৈরী করা হয়েছিল ওই কেক। কেকটির দাম পড়েছে ৫০০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় কয়েক লক্ষ টাকা।
স্ত্রীর জন্য নিক জোনাসের এই প্রেম সত্যিই প্রিয়াঙ্কা ভক্তদের জন্য একটি অন্যরকম উদাহরণ হয়ে থাকবে। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, তাদের প্রেম দেখে প্রিয়াঙ্কা ভক্তদের অনেক কিছুই শেখার রয়েছে।



 

Show all comments
  • Jony Hasan ৩০ জুলাই, ২০১৯, ৫:১৯ পিএম says : 0
    great
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয়াঙ্কা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ