Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চলচ্চিত্র প্রযোজনায় রিচি সোলায়মান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

বেশ কিছুদিন আগে অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। দুই দশকের অভিনয় জীবনে নাটকে অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও সফল্যের সাথে কাজ করেছেন। এই অভিজ্ঞতার আলোকে রিচি এবার চলচ্চিত্র প্রযোজনা করছেন বলে জানা গেছে। রিচি বলেন, সবকিছু গুছিয়ে এবার চলচ্চিত্র প্রযোজনা করতে চাই। এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করবো, যা শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। এখন ‘কনটেন্ট’-এর যুগ। বিশাল বাজেট কিংবা বহু তারকার প্রলোভন দেখিয়ে দর্শককে তুষ্ট করা যায়না। এখন নতুন স্বাদের গল্প দিয়ে দর্শকদের আকৃষ্ট করা যায়। আমি সে ধরনেরই কিছু চলচ্চিত্র প্রযোজনা করবো। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে আমন্ত্রিত হয়ে এসে রিচি আরো বলেন, আমি আমেরিকা প্রবাসী হলেও দেশের কথা, দেশের সংস্কৃতির কথা সবসময় মনে পড়ে। এদিকে বেশ কিছুদিন আগে আমেরিকায় মঞ্চ নাটকে কাজ করেছেন রিচি। খুব শিগগীরই আবারো সেখানকার মঞ্চে দেখা যাবে তাকে। দেশে ফিরে একটি রিয়েলিটি শো’তে উপস্থাপনা করেছেন তিনি। রিচি বলেন, আমার এখন যে জীবন সে জীবনটাই আমি সবসময় চেয়েছি। স্বামী-সন্তান নিয়ে সংসার ও তার ফাঁকে নিজের কাজ-এক জীবনে যা পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। রুম্মান রশীদ খান ও লাবন্য’র উপস্থাপনায়, রকিবুল আলম ও জোবায়ের ইকবালের প্রযোজনায় রিচি’কে নিয়ে বিশেষ এই ‘রাঙা সকাল’ প্রচারিত হবে আসছে ঈদ-উল-আযহার তৃতীয় দিন সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ