বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ(বিএসটিআই) কর্তৃক আরো ২২টি পন্য বাজার থেকে নিষিদ্ধ ঘোষণার পর পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে ওই পন্য সরানোর জন্য পাচ দিনের আল্টিমেটাম দিয়েছেন ইউএনও।
গত রোববার রাতে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এক ফেসবুক ষ্ট্যাটাসে তিনি নেছারাবাদ উপজেলার বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির সদস্যগণের উদ্দেশ্য এ আল্টিমেটাম দেন।
ষ্ট্যাটাসে তিনি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত ওই পন্য আগামী পাচ দিনের মধ্য বাজার থেকে সরানোর নির্দেশ দিয়েছেন।
অন্যাথায়, বেধে দেওয়া ওই সময়ের মধ্য বাজার থেকে পন্য সরানো না হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হবে বলে হুসিয়ারি জানিয়েছেন।
মানহীন ওই নিম্নমানের পন্যগুলো হলঃ
(১)আয়োডিনযুক্ত লবণঃ মুসকান, কনফিডেন্স, উট, নজরুল, প্রাণ
(২) লাচ্ছা সেমাইঃ মদিনা ও কুলসন
(৩) বাটার ওয়েলঃ গ্রিন মাউন্টেন
(৪) ঘিঃ এ-৭, প্রাণ প্রিমিয়াম, খুসবু, ফেমাস, এসবি বেস্ট
(৫) জিরার গুড়াঃ রাধুনি, সামগ্রী
(৬) ধনিয়ার গুড়াঃ রাধুনি, থ্রি স্টার
(৭) হলুদের গুড়াঃ থ্রি স্টার
(৮) সফট ড্রিংক পাউডারঃ ফস্টার ক্লার্ক
(৯) কারী পাউডারঃ সামগ্রী।
নেছারাবাদ উপজেলার বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির সদস্যগণের অবগতির জন্য নিম্মে ইউএনও এর ফেসবুক ষ্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।
বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির সম্মানিত সদস্যগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিচে লিখিত খাদ্যপণ্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছেঃ
১) আয়োডিনযুক্ত লবণঃ মুসকান, কনফিডেন্স, উট, নজরুল, প্রাণ
২) লাচ্ছা সেমাইঃ মদিনা ও কুলসন
৩) বাটার ওয়েলঃ গ্রিন মাউন্টেন
৪) ঘিঃ এ-৭, প্রাণ প্রিমিয়াম, খুসবু, ফেমাস, এসবি বেস্ট
৫) জিরার গুড়াঃ রাধুনি, সামগ্রী
৬) ধনিয়ার গুড়াঃ রাধুনি, থ্রি স্টার
৭) হলুদের গুড়াঃ থ্রি স্টার
৮) সফট ড্রিংক পাউডারঃ ফস্টার ক্লার্ক
৯) কারী পাউডারঃ সামগ্রী
এইসব ব্রান্ডের পণ্যসমূহ আগামী ৫ দিনের মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেয়া হলো। অন্যথায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হবে।
ভোক্তা জনসাধারণকে এই সকল ব্রান্ডের পণ্য না কেনার জন্য অনুরোধ করা হলো।