Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১০:৪০ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি খাদ্য উৎসবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার বিকালে স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণ-পূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমস।

স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কো জানিয়েছেন, তিন দিনের গার্লিক ফেস্টিভ্যালের একেবারে শেষ সময়ে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জন।

ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলেও জানিয়েছেন ব্রাক্কো।

তবে হতাহতের সংখ্যা নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।

জুলিসা কনট্রেরাস নামের এক প্রত্যক্ষদর্শী এনবিসিকে বলেছেন, তিনি একজন শ্বেতাঙ্গকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে দেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, মানুষ উৎসবের মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে মানুষকে সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ