Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তিকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে এক বন্দুকধারী। গত বুধবার এ হামলা হয় বলে খবরে বলা হয়েছে। ঘটনার পর পরই ক্যাম্পাসে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলবিদ্যা বিভাগের একটি অফিস কক্ষে নিহতদের লাশ পাওয়া যায়। বিবিসির খবরে বলা হয়েছে, তখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থার খবরে বলা হয়, বন্দুকধারীর হামলার খবর পেয়ে দ্রুত ক্যাম্পাসে ছুটে যায় অন্তত ২শ’ পুলিশ। বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘিরে ফেলা হয়। হেলিকপ্টার দিয়েও টহল দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি শান্ত হয়। লস অ্যাঞ্জেলস-এর পুলিশ প্রধান শার্লি বেক সাংবাদিকদের জানান, বড় ধরনের কিছুকে সন্দেহ করা হচ্ছে না। তিনি বলেন, একইসঙ্গে একটি হত্যা ও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়া আরেকটি নোট উদ্ধার হয়েছে যা সুইসাইড নোট হতে পারে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে থাকে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলার পর সেদিনের জন্য সব ক্লাস বাতিল করে দেয়া হয়। অবশ্য পরে গতকাল বৃহস্পতিবার থেকে নতুন করে ক্লাস শুরু করার ঘোষণা দেওয়া হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তিকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ