Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লামায় যাত্রীবাহী জিপগাড়ি খাদে পড়ে ১৪ যাত্রী গুরুতর আহত

লামা (বান্দরবান) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ৮:৪১ পিএম

বান্দরবানের লামা-চকরিয়া সড়কে একটি যাত্রীবাহী জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৪ যাত্রী আহত হয়েছে।

আজ রবিবার (২৮ জুলাই) লামা থেকে চকরিয়া মুখী জিপগাড়িটি বিকাল ৪.৩০ ঘটিকায় ৪ মাইল হোমল্যান্ড বাগানের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়,আলীকদম হতে চকরিয়া যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রয়ণ হারিয়ে খাদে পড়ে এতে ১৪ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ৪/৫ জনের আবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রদক্ষদর্শীরা। আহতদের স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চকরিয়া ও লামার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

আহতরা হল লামা'র সমবায় অফিসার জাবেদ মীরজাদা, ফাইতং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিং মার্মা, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের হেলাল, লামা পৌরসভার টিএন্ডটি পাড়ার। মাথায় গুরুতর জখম হয়ে বর্তমানে লামা সরকারী হাসপাতালে চিকিৎধীন আছেন।

উল্লেখ্য, উক্ত জীপ গাড়িটির চালক পালাতক রয়েছেন। লামা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁচেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ