মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক আফ্রিকান-আমেরিকান কংগ্রেস সদস্যর ওপর ‘বর্ণবাদী আক্রমণ’ চালানোর অভিযোগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার টুইটারে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্য এলাইজা কামিংস এবং মেরিল্যান্ডের যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, তার বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করছেন। ট্রাম্প কামিংসের নির্বাচনী এলাকা কৃষ্ণাঙ্গ অধ্যুষিত বাল্টিমোরকে ‘ইঁদুর-উপদ্রæত নোংরা’ এলাকা হিসেবে অভিহিত করেন, জানিয়েছে বিবিসি। হাউস অব রিপ্রেজেন্টেটিভের ওভারসাইট কমিটির চেয়ারম্যান কামিংস যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের শরণার্থীদের নিয়ে মার্কিন প্রশাসনের পদক্ষেপগুলোর সমালোচনা করায় মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘মাস্তান’ হিসেবেও অ্যাখ্যা দেন। প্রতিনিধি পরিষদের এ ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটি মূলত করদাতাদের অর্থের অপচয়, জালিয়াতি ও অপব্যবহার হচ্ছে কি না, তার তদারকি করে। কমিটির বর্তমান চেয়ারম্যান কামিংস স¤প্রতি শরণার্থীদের আটক কেন্দ্রগুলোর পরিচালনাসহ ট্রাম্প প্রশাসনের বেশকিছু নীতি নিয়ে তদন্তের সূচনা করেছিলেন। গত সপ্তাহে কংগ্রেসের এক শুনানিতে তিনি আটক কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে ভারপ্রাপ্ত মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী কেভিন ম্যাকঅ্যালেনানের কঠোর সমালোচনা করেন। অ্যালেনানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় কামিংস সীমান্ত ব্যবস্থাপনায় ‘উন্নতি সাধনের’ দাবিও তুলেছিলেন। বলেছিলেন, অভিবাসী ইস্যু নিয়ে কাজ করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ‘সহানুভূতির ঘাটতি’ আছে। শনিবার টুইটারে মেরিল্যান্ডের সেভেন্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধির এসব মন্তব্যের প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির পাশাপাশি অন্য ডেমোক্রেটরাও ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে কামিংসের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়নপ্রত্যাশী এলিজাবেথ ওয়ারেনও ট্রাম্পের বক্তব্যকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছেন। “ ট্রাম্প যে বর্ণবাদী, তা ফের বোঝা গেল। এবার তিনি আগের চেয়েও তীব্র বর্ণবাদী মন্তব্য করেছেন। কংগ্রেস সদস্য এবং যে এলাকার তিনি প্রতিনিধিত্ব করেন উভয়ের জন্যই এটা চরম অপমানজনক,” দ্য হিলের শেয়ার করা এক ভিডিওতে ওয়ারেনকে এমনটাই বলতে শোনা গেছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্টের টুইটই দেখাচ্ছে কেন তিনি ‘ওভাল অফিসের জন্য অনুপযুক্ত’। কংগ্রেস ওম্যান রাশিদা তালিব বলেছেন, “কামিংস আমেরিকার এমন মূল্যবোধের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন, যা বোঝার সামর্থ্যই নেই ট্রাম্পের। তিনি (কামিংস) জনগনের জন্য যুদ্ধ করা এক নেতা, যা আপনি (ট্রাম্প) কখনোই হতে পারবেন না।” ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য ওকাসিও-কর্টেজ ও কমলা হ্যারিসও। যে চার ডেমোক্রেট নারী প্রতিনিধিকে ‘দ্য স্কোয়াড’ নামে ডাকা হচ্ছে তালিব ও ওকাসিও-কর্টেজ তাদের অন্যতম। ট্রাম্প কয়েক সপ্তাহ আগে তালিব, কোর্তেজ, আইয়ানা প্রেসলি ও ইলহান ওমরকে ‘যে অপরাধপ্রবণ দেশগুলো থেকে এসেছ, সেখানে চলে যাও’ মন্তব্য করে রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন। কামিংসকে নিয়ে করা প্রেসিডেন্টের ‘বর্ণবাদী’ মন্তব্য ‘স্কোয়াডের’ বিরুদ্ধে করা মন্তব্যের ধারাবাহিকতা, বলছেন ডেমোক্রেট সমর্থকরা। মেরিল্যান্ডের সাংসদ কামিংস অবশ্য ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তুলনামূলক উদারভাবেই। “নির্বাহী বিভাগের তদারকি করা আমার সাংবিধানিক দায়িত্ব। আর সংসদীয় এলাকার হয়ে লড়াই করা আমার নৈতিক দায়িত্ব,” বলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের ‘বর্ণবাদী’ মন্তব্যের তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন বাল্টিমোরের মেয়র বার্নার্ড জ্যাক ইয়ং। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।