Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ পালনে সৌদি গেলেন ১০১ বছর বয়সী বৃদ্ধা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ২:৪৪ পিএম

পবিত্র হজ পালনে সৌদি আরব গেলেন ১০১ বছর বয়সী বৃদ্ধা আত্তার বিবি হোসাইন। দীর্ঘ এক দশকের কঠোর পরিশ্রম ও চেষ্টার পর হজের স্বপ্ন পূরণ হলো এই শতবর্ষী বৃদ্ধার।


ভারতের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা আত্তার বিবি। দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আত্তার বিবিই এ বছর সবচেয়ে বেশি বয়সী হজ পালনে গমনকারী ভারতীয়।

৬০ বছরের এক ছেলে ও ৫৮ বছরের এক মেয়েকে সফরসঙ্গী করে ইতিমধ্যে পবিত্র নগরী মদিনায় গিয়ে পৌঁছেছেন তিনি।

এখন পর্যন্ত তিনি সুস্থ্য রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

এমন শতবর্ষীকে সম্মান জানাতে মদিনায় অবস্থিত প্রিন্স আব্দুল আজিজ বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে স্থানীয় আরবীয়রা।

প্রসঙ্গত প্রতি বছর শাওয়াল মাস থেকে জিলহজ মাস পর্যন্ত হজব্রত পালনে সারাবিশ্ব থেকে মুসলমানরা পবিত্র নগরী মক্কা ও মদিনায় জড়ো হন।

জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত সুনির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের মাধ্যমে পালন করা হয় এ হজ।

সে হিসাবে আগামী ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে এ বছরের হজের কার্যক্রম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৌদি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ