বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স আজ সোমবার টোকেনধারী আরও ৫০০ জনকে টিকিট দিচ্ছে। যেসব প্রবাসী রিটার্ন টিকিট করে সৌদি আরব থেকে দেশে এসে করোনার কারণে আটকা পড়েন, তারাই এ টিকিট পাচ্ছেন।
এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, সোমবার ১৯০১ থেকে ২৩০০ পর্যন্ত টোকেনধারীকে ডাকা হয়েছে। এ ৫০০ জনই সোমবার টিকিট পাবেন। সকাল ১০টার দিকে সোমবারের টিকিট বিক্রি শুরু হয়েছে।
অন্য দিনের মতো সোমবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু করে সৌদি এয়ারলাইন্স।
এছাড়া সড়কে সৌদি গমনেচ্ছু অসংখ্য প্রবাসী টিকিটের জন্য টোকেনের অপেক্ষা করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।