Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ মুক্তি পাচ্ছে বিবাহ অভিযান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০২ এএম

আজ স্টার সিনেপ্লেক্স ও বøকবাস্টার সিনেমাসহ দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দাম্পত্য জীবনের গল্প নিয়ে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘বিবাহ অভিযান’। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় ম‚ল ভ‚মিকায় অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া, পশ্চিমবঙ্গের অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য। দুই বন্ধু অনুপম (অঙ্কুশ) এবং রজত (রুদ্রনীল) এর জীবনে ঘটে চলা ঘটনা কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছে হাস্যরসাত্মক বাংলা চলচ্চিত্র ‘বিবাহ অভিযান’। পাশাপাশি স্বামী-স্ত্রী এর মাঝে চোর-পুলিশ খেলার মজাদার সব ঘটনা স্থান পেয়েছে সিনেমাটিতে। সিনেমাটি প্রসঙ্গে মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, বাংলাদেশে আমার ভক্তদের মাতাতে মুক্তি পাচ্ছে ‘বিবাহ অভিযান’। হাস্যরস নিভর্র এই চলচ্চিত্রটি সিনেমা হলে দমফাটানো হাসির উপলক্ষ তৈরি করে দেবে। দেশে আমার ভক্তদের সাথে সিনেমাটি একত্রে দেখবো বলে অপেক্ষায় ছিলাম এতদিন। চলচ্চিত্রপ্রেমী ও ভক্তদের সাথে একত্রে শীষ বাজিয়ে আর হইহুল্লোড় করে হল মাতিয়ে রেখে সিনেমাটি দেখার আশা করছি। আজ থেকে স্টার সিনেপ্লেক্স, বøকবাস্টার সিনেমা, মধুমিতা, বলাকা, শ্যামলী সিনেপ্লেক্স, যশোরের মনিহার, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা ও দেশজুড়ে আরো ৪৫টি সিনেমা হল সহ মোট ৫৩টি সিনেমা হলে উপভোগ করা যাবে ‘বিবাহ অভিযান’।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ