Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের জয়, বোলের গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৪:৩৯ পিএম

অপসারণ বিতর্কের মধ্যেই রিয়াল মাদ্রিদের হয়ে গোল করলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ ব্যবধানে ড্র হওয়ায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের রোমাঞ্চকর ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে টাইব্রেকারে জেতে স্প্যানিশ ক্লাব।
গত ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে হেরেছিল রিয়াল। ম্যাচে খেলেননি গ্যারেথ বেল। খেলা শেষে কোচ জিনেদিন জিদানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বেলকে ছাড়বার প্রক্রিয়া শুরু করেছে রিয়াল মাদ্রিদ। তাই ওয়েলস তারকা নিজেই নাকি ওই ম্যাচে খেলতে চাননি।’
রিয়াল কোচের এমন মন্তব্যকে ঘিরে বিস্তর জল্পনা-কল্পনা হয়। জিদানকে আক্রমণ করে কথা বলেন বেলের এজেন্ট। এই সব কিছুরই জবাব দেওয়ার উত্তর হয়তো খুঁজছিলেন গ্যারেথ বেল। ওয়াশিংটনে আর্সেনালের বিরুদ্ধে রিয়ালের জার্সিতে তিনি মাঠে নামেন। দলকে একটি গোলও উপহার দেন ওয়েলস তারকা। ম্যাচের ৫৬ মিনিটে দুর্দান্ত শটে বল জালে জড়ান বেল। অন্যদিকে ম্যাচের প্রথম থেকেই আর্সেনালের খেলোয়াড়দের মধ্যে আগ্রাসী মনোভাব দেখা যায়। প্রতিপক্ষের বক্সে মুহূর্মুহ আক্রমণের ফলও পান তারা। ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় ইংলিশ ক্লাব। গোল করেন অ্যালেক্সান্দ্রে লাকাজেট্টে। ২৪ মিনিটের মাথায় গোল করে আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান পিয়েরে-এমেরিক।
গ্যারেথ বেলের নেতৃত্বে দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণের গতি বাড়ায় রিয়াল মাদ্রিদ। বেলের ৫৬ মিনিটের গোলের পর ৫৯ মিনিটে রিয়ালের হয়ে সমতা ফেরান মার্কো আসেনসিও। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ওই ফ্রেন্ডলি ম্যাচ জিতে নেয় স্প্যানিশ জায়েন্ট।
ম্যাচটি পেনাল্টি শুট আউটে গেলে গোলরক্ষক কোর্তায়ার নৈপুণ্যেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। তিনটি স্পট কিক মিস করেছে আর্সেনাল। এরফলে শতভাগ সাফল্য নিয়ে ইংল্যান্ডে যেতে পারলো না তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ