Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার পর্যটন নগরীকে সাজাতে প্রয়োজন সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ

মতবিনিময় সভায় বক্তারা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১:২৭ পিএম

কক্সবাজার পর্যটন নগরীকে সাজাতে মাস্টারপ্ল্যানের আওতায় সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার।

রোববার সন্ধ্যায় কলাতলীর তারকামানের হোটেল সী-গালের হলরুমে কক্সবাজার পৌরসভা আয়োজিত ‘পর্যটন শহর কক্সবাজারকে আধুনিকীকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শহরের যানজট কমাতে আড়াই হাজার টমটমকে দ্রুত ডিজিটালাইজড করা, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, বিমানবন্দর থেকে শহীদ স্মরণী হয়ে কলাতলী মোড় পর্যন্ত সড়কটির জরুরী ভিত্তিতে সংস্কার ও সৌন্দর্য বর্ধিতকরণসহ পৌরবাসী ও পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত করণে পৌর মেয়রকে জেলা প্রশাসন সবধরণের সহযোগিতা করবে বলে ঘোষনা দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।

পৌরসভার জনসংযোগ কর্মকর্তা আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজারে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড এবং আগামীর মহাপরিকল্পনাগুলোর সফল বাস্তবায়নে জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাজীবী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানগনের সহযোগিতা চেয়েছেন মেয়র মুজিবুর রহমান।

সভায় গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের
ডেপুটি টাউন প্ল্যানার মো. জাহাঙ্গীর আলি, ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফখরুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.মাকসুদুল আলম, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, কক্সবাজার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুর রব মাসুম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাহুল বিশ্বাস, নগর উন্নয়ন অধিদপ্তরের প্ল্যানার সাইফুর রহমান ও পিডিবি’র সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল। কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, রাজ বিহারী দাশ, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ, কাজী মোরশেদ আহাম্মদ বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার, নাছিমা আক্তার, পৌরসভার সচিব রাছেল চৌধুরী, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ, মনতোষ চাকমা, মেয়র পিএ রূপনাথ চৌধুরী ও নকসাকার মান্নানুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ