গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজার এলাকায় একটি ছাত্রী হোস্টেলে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার রাত সাড়ে ৩টার দিকে একটি পাঁচতলা ভবনে নিবেদিকা মহিলা হোস্টেলের দ্বিতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লিমা খানম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তেজগাঁও থানার এসআই মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, আগুন লাগার সময় হোস্টেলে যারা ছিলেন, তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। তবে দ্বিতীয় তলার কিছু আসবাবপত্র আগুনে পুড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।