পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিদেশীরা সমবেদনা জানাচ্ছেন। গতকাল ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকাস্থ দূতাবাসের প্রতিনিধি এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এসে তারা শোক বইয়ে স্বাক্ষর করে নিজেদের অনুভূতি জানান।
বাংলাদেশে কর্মরত তুরস্কের রাষ্ট্রদূত, সুইডেন এর রাষ্ট্রদূত, মালদ্বীপের রাষ্ট্রদূত, ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার, ওমানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্যা অফেয়ার্স, রাশিয়ার প্রথম সচিব, থাইল্যান্ডের চার্জ দ্যা অফেয়ার্স, আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধি, সউদী আরব দূতাবাসের প্রতিনিধি, নেপাল দূতাবাসের প্রতিনিধি, নরওয়ে দূতাবাসের প্রতিনিধি, ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি বনানী অফিসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেন।
তারা শোক বইয়ে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা আশা প্রকাশ করেন এরশাদের আদর্শ ধারন করে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
রাষ্ট্রদূতরা হুসেইন মুহম্মদ এরশাদের রুহের শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকার্ত পরিবার এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ, এরশাদকে গতকাল রংপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তাঁর বানানীস্থ কার্যালয়ে ‘রজনীগন্ধা’য় শোক বই খোলা হয়। শোক বইয়ে দেশের বিশিষ্টজন, রাজনীতিন ও বিদেশী কূটনীতিকরা স্বাক্ষরের মাধ্যমে সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান।
আজাদ মসজিদে এরশাদের কুলখানী আজ
আজ ১৭ জুলাই বাদ আছর গুলশান আজাদ মসজিদে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানী অনুষ্ঠিত হবে। হুসেই মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় সবাইকে কুলখানীতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।