পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের আজমীর শরীফে বসে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর খবর শোনেন। অতঃপর দেশে ছুটে আসেন এরশাদের দ্বিতীয় পুত্র শাহতা জারাব এরিকের মা বিদিশা সিদ্দিক। এরশাদের এই সাবেক স্ত্রী বিদিশা বলেছেন, ‘এরিকের বাবা আর নেই, শুনে ভারত থেকে দেশে ছুটে এসেছি। এক নজর দেখতে পারছি না। আর বাবাকে হারিয়ে আমার মানিক এরিক প্রেসিডেন্ট পার্কের বাসায় অঝোরে কাঁদছে। বাবা নেই, কেঁদে কেঁদে মাকেই খুঁজছে বারবার। আর আমি দেশে এসেও এখন পর্যন্ত তাকে একনজর দেখতে যেতে পারছি না। কাছেও যেতে পারছি না।’ গতকাল সোমবার এরিকের মা বিদিশা এসব কথা বলেন।
বিদিশা জানান, গতকাল সোমবার সকালের দিকে প্রেসিডেন্ট পার্কে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু বাসার নিরাপত্তাকর্মী ও দলের লোকজন তাকে ভেতরে প্রবেশ করতে দেননি বলে তার অভিযোগ।
ডিজাইনার এবং আলোচিত নারী বিদিশা বলেন, ‘এরিকের সঙ্গে কথা বলতেও দেয়া হচ্ছে না। মা হিসেবে আমি কি আমার ছেলেকে দেখতে পাবো না? এরিকের বাবাকে দেখব না? প্রতিবন্ধী ছেলের জন্য যদি জীবন দিতে হয় তাই দেবো। আমি এরশাদকে একনজর দেখতে চাই এবং এরিকের পাশে থাকতে চাই। প্রেসিডেন্ট পার্কে ফোন করেও ছেলে এরিকের সঙ্গে কথা বলতে পারিনি। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নোংরা রাজনীতি ও ষড়যন্ত্র করা হচ্ছে।
গতকাল সোমবার দুপুরে এসব বিষয়ে বিদিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘বাবার মৃত্যুতে আমার ছেলে এরিকের কান্নায় দেশবাসীও কেঁদেছে। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি দেশে। কিন্তু দেশে এসেও বাধার শিকার। কোথায় স্বামীর লাশ? কোথায় ছেলে? আমার সঙ্গে এরিককে কথাও বলতে দেয়া হচ্ছে না, দেখা করা তো দূরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময় যেখানে মাকে বেশি প্রয়োজন তখন আমার ছেলেকে নিয়েও রাজনীতি চলছে। শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করব।’
প্রেসিডেন্ট পার্কে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে দেখতে পারছি না। এরিকের বাবার লাশও দেখতে দেয়া হচ্ছে না। বাবাকে হারিয়ে এরিকের অবস্থা ভালো না। সে ভালো নেই। সে একা রয়েছে। কান্নাকাটি করছে। আমি কিছুই চাই না, আমার সন্তানকে চাই।’
বিদিশা জানান, এরিকের বাবা এরশাদের লাশ দেখতে না দেয়া এবং পুত্র এরিকের কাছে যেতে না পারার ঘটনা দেশবাসীকে জানাতে যেকোনো সময় সংবাদ সম্মেলন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।