মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেশে-বিদেশে সর্বত্র মহামারী আকার ধারণ করেছে ধর্ষণ নামক ব্যাধি। কুরুচিপূর্ণ এই মানসিকতার ছোবল থেকে রেহাই পাচ্ছে না ছোট শিশু, এমনকি বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধাও। ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো ১৫ বছরের এক কিশোরকে।
ভারতের উত্তর বিহারের মধুবনীর একটি গ্রামে ঘটেছে এই জঘন্য ঘটনা। পুলিশ সুপার এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গত বুধবার মধ্যরাতে বৃদ্ধাকে ধর্ষণ করে প্রতিবেশী ওই কিশোর। সে সময় বৃদ্ধা চিৎকার করলে তার মুখে কাপড় গুঁজে দেয় দূরসম্পর্কের আত্মীয় ওই ছেলেটি।
তবুও বৃদ্ধার গোঙানির শব্দে ঘুম ভাঙে পরিবার ও প্রতিবেশীদের। তারা গিয়ে ছেলেটিকে আটক করে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বৃদ্ধার নাতনির করা অভিযোগের ভিত্তিতে থানায় এজাহার (এফআইআর) দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগে বলা হয়েছে যে অভিযুক্ত ছেলেটি প্রাপ্তবয়স্ক। তার সার্টিফিকেট ভুয়া। এ বিষয়ে তদন্ত করে সত্য উদঘাটন করা হচ্ছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।