বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এক শারীরিক প্রতিবন্ধী তরুনীকে (১৮) গণধর্ষণের ঘটনা ঘটেছে সিলেটে। সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের জন্তিপুর গ্রামে ঘৃণিত এ ঘটনার দায়ে ২ জনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। ভিকটিমকে পরীক্ষার জন্য আজ শনিবার (১৭ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে পুলিশ। প্রতিবন্ধী মেয়েটির স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ২ টার দিকে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল প্রতিবন্ধী তরুনী। পথে জন্তিপুর গ্রামের মৃত মুরাকিব আলীর পূত্র রিয়াজ উদ্দিন তার বাড়িতে ডেকে নেয় ওই তরুনীকে। এসময় রিয়াজ উদ্দিন সহ জন্তিপুর গ্রামের মৃত কবির উদ্দিনের পূত্র সুহেল আহমদ (২৫) ও রাধানগর গ্রামের ইয়ারীছ আলীর পূত্র ফয়ছল আহমদ (২০) ও সিদ্দিক আলীর পূত্র গিয়াস আহমদ (২৭) এবং জন্তিপুর গ্রামের মিনহাজ উদ্দিনের বাড়িতে বসবাসরত তার ভাগ্না সুহেল উদ্দিন ধর্ষণ করেন শারীরিক প্রতিবন্ধী তরুনীকে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেয়েটি তার পরিবারের লোকজনদের নিয়ে থানায় এসে এমন অভিযোগ করলে রাতেই এলাকায় অভিযান চালিয়ে সুহেল আহমদ ও ফয়ছল আহমদকে গ্রেফতার করে কানাইঘাট থানার পুলিশ। ধর্ষণের ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে দায়ের করেছেন ধর্ষণ মামলা। স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিনের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো। তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়েছিল রিয়াজ উদ্দিন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রতারক প্রেমিক রিয়াজ। এ বিষযে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত প্রত্যেককে চেষ্টা চলছে গ্রেফতারের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।