Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারলেও আমেথি আমার বাড়ি, পরিবার : রাহুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

উত্তরপ্রদেশের আমেথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজয়ের পর প্রথমবারের মতো এ এলাকা সফর করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। বুধবার রাহুল গান্ধী আমেথি সফরে যান। আমেথিতে পা দিয়ে আবেগভরা কণ্ঠে রাহুল বলেন, ‘আমেথিতে আসতে পেরে আমার মনে হচ্ছে, আমি বাড়ি ফিরলাম। আমি কোনোদিনই আমেথিকে ছাড়ব না। এটা আমার বাড়ি, আমার পরিবার।’ ‘এখানে আমি হারলেও আমেথির উন্নয়নে কোনো বাধা থাকবে না। আমি ওয়ানাডের এমপি হলেও আমেথির সঙ্গে আমার সম্পর্ক থাকবে। এই আমেথির সঙ্গে আমার তিন দশকের সম্পর্ক। এখানে আসতে পেরে আমি খুশি’, বলেন রাহুল। আমেথিতে আয়োজিত রুদ্ধদ্বার দলীয় বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন সাবেক কংগ্রেস সভাপতি। বৈঠকে আমেথিতে কংগ্রেসের পরাজয়ের কারণ হিসেবে স্থানীয় নেতাকর্মীদের জনসংযোগের অভাবকে দায়ী করেন তিনি। রাহুল গান্ধী বলেন, ‘আমি আমেথির কংগ্রেস নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্ত আমেথিতে আমরা হেরেছি স্থানীয় কংগ্রেস নেতাদের জনসংযোগের অভাবে। স্থানীয় কংগ্রেস নেতারা মানুষের কাছে থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিলেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাহুল

২৬ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ