Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে পুলিশের সাথে গোলাগুলির পর মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ২:৫৪ পিএম

ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে পুলিশের সাথে গোলাগুলির পর রুবেল হোসেন মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা, একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। ৬ মামলার আসামী রুবেল উদয়পুর গ্রামের ছমির উদ্দীন মন্ডলের ছেলে। তিনি আরাপপুর রাবেয়া হাসপাতালে চাকরীও করতেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মাদকের একটি বড় চালান নিয়ে রুবেল উদয়পুর এলঅকা দিয়ে শহরে প্রবেশ করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলির পর রুবেল গুলিবিদ্ধ হয়ে পুলিশের হাতে ধরা পড়ে। ওসি আরো জানান, ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন উপলায় রুবেলের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে। সে পুলিশের তালিকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিল। গুলিবিদ্ধ রুবেলকে বৃহস্পতিবার দুইটার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ