Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ২০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

রাজশাহীর নগর ভবনের গ্রীণ প্লাজায় বিভাগীয় সামাজিক বন বিভাগ ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর যৌথভাবে ২০ দিনের বিভাগীয় বৃক্ষ মেলার আয়োজন করেছে। গতকাল বুধবার সকালে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী একটি গাছ কাটার পূর্বে তিনটি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা মানতে হবে। তিনি বলেন, রাজশাহী মহানগরী সবুজায়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবেই এই মেলার আয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক একেএম হাফিজ আক্তার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হামিদুল হক। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আমির জাফর, রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দেব দুলাল ঢালী, বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ