Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ১০৩ টাকায় ২৩২জনের পুলিশে চাকরি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১:৪৫ পিএম

মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১০৩ টাকায় পুলিশে চাকরি পেয়েছে নোয়াখালীর ২৩২জন যুবক-যুবতীর।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। এরআগে মঙ্গলবার রাতে পুলিশ কনস্টেবল পদে তাদের নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণদের ফুল ও মিষ্টি মুখ করে বরন করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, কোন প্রকার অনিয়ম ছাড়াই ২৩২জনকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৯০জন ছেলে ও ৪২জন মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ১০০ টাকার ব্যাংক ড্রাফট ও ৩টাকার ফরম ছাড়া কোন টাকা লাগেনি উত্তীর্ণদের। এক কথায় ১০৩ টাকায় এ নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ