Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিকের ২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

বন্দরনগরীর আলোকায়ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

বন্দরনগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে কোন সড়ক আর অন্ধকারে থাকবে না। নগরীর ৪৬৬ কিলোমিটার সড়ক এলইডি বাতি প্রকল্পের আওতায় আসছে। গতকাল (মঙ্গলবার) ঢাকায় একনেক-এর সভায় ২৬০ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলইডি বাতি অনুমোদন পেয়েছে। চসিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উক্ত একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরীকে পরিবেশবান্ধব, বিদ্যুৎসাশ্রয়ী ও টেকসই প্রযুক্তির এলইডি বাতি দিয়ে সড়ক আলোকায়নের উদ্যোগ নেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রকল্পের আওতায় ২০ হাজার ৬শ এলইডি বাতি বসানো হবে। এ প্রকল্পে ভারত সরকারের ঋণ ২১৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে ৪৬ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা।

মেয়র ফিরেছেন
মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল (মঙ্গলবার) বিকেলে ঢাকা হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। আজ বুধবার সকালে সপরিবার তিনি হযরত শাহ আমানত (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। গত ২৯ জুন আইসিসি’র আমন্ত্রণে বিশ্বকাপ দেখার জন্য সপরিবারে তিনি লন্ডনের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চসিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ