Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে দুই পিকআপ সংঘর্ষে পণ্যবাহী পিকআপ খাদে

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ৮:৫৬ পিএম

চট্টগ্রামের রাউজানে দুই পিকআপ মুখোমুখি সংঘর্ষে পণ্যবাহী পিকআপ চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে পড়ে চালকসহ ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) বিকেল ৪টায় রাউজান কুন্ডেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মুন্সিরঘাটামুখী একটি পণ্যবাহী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী পিকআপটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের উত্তর পাশের খাদে পড়ে যায়। তিব্বত কোম্পানীর পণ্যবাহী পিকআপে ৩ সেলসম্যানসহ চালক আহত হয়েছেন। আহতরা হলেন পিকআপ চালক চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার বাসিন্দা মো. আরিফ (২২), সেলসম্যান মিলন, আলমগীরসহ ৪ জন। ঘটনাস্থলে রাউজান হাইওয়ে থানা টিএসআই অনন্ত বলেন, পণ্যবাহী পিকআপ ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে একটি পিকআপ সড়কের পাশে পড়ে যায়। এতে চালকসহ কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। গাড়ি দুটি রাউজান হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ