বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা। দুপুরে জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে সামনে এসে সমাবেশ করে।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার বিন মুসলিম, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা জাকারিয়া খাঁন, ইসলামী ঐক্য জোজের মুফতি এনামুল হাসান ও কওমী ছাত্র ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের উপর হামলা ও নির্যাতন করা হলেও ভারতীয় সরকার কোন পদক্ষেপ নিচ্ছেনা। বিশ্বের যেকোন মুসলমানদের উপর হামলা হলে আমরা তার প্রতিবাদ করে যাব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করছি, আপনি ভারত সরকারকে বলুন মুসলমানদের উপর হামলা বন্ধ করতে পদক্ষেপ নিতে। পরে দেশ, জাতি, সারা বিশ্বের শান্তি ও মুসমানদের রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।