পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিএমএইচে চিকিৎসাধীন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নিয়েই তিনি বেঁচে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কয়েক দিন ধরে স্থিতিশীল। গতকাল জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এরশাদের সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। কিছু কিছু ক্ষেত্রে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উন্নতির এই ধারা অব্যাহত থাকলেই, শারীরিক অবস্থার উন্নতি বলা যাবে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর ‘রজনীগন্ধা’ অফিসে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে জি এম কাদের আরো বলেন, আজো এরশাদের ডায়ালাইসিস চলছে। সিএমএইচের চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন। অত্যাধুনিক হেমো পারফিউশন এবং হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে এরশাদের রক্ত থেকে অপ্রয়োজনীয় পানি, বর্জ্য অপসারণ করা হচ্ছে। তার শ্বাস-প্রশ্বাসসহ অন্যান্য অঙ্গপ্রতঙ্গ কৃত্রিমভাবে সচল রাখা হয়েছে। মেডিক্যাল ইভালুয়েশন অনুযায়ী তার শারীরিক অবস্থার কোনো কোনো ক্ষেত্রে উন্নত হয়েছে। তবে সেটা কৃত্রিমভাবে এবং ওষুধের সাহায্যে। এখন তিনি তা ধরে রাখতে পারলে, সার্বিক উন্নতির দিকে যাবেন। তবে এখন মেশিনের সাহায্যে যে লাইফ সাপোর্ট দেয়া হচ্ছে, সেটা কতক্ষণ ধরে রাখতে পারবেন চিকিৎসকরা নিশ্চিত নন। এরপর তারা কোনো সাপোর্ট ছাড়া দেখবেন, কোনো পজিটিভ ইনডিকেটর দেখা যায় কি না? তবে তিনি বিপদমুক্ত নন। চিকিৎসকরা আশা করছেন, তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে উঠবে। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
‘হুসেইন মুহম্মদ এরশাদের রক্ত প্রয়োজন’ এমন সংবাদে হাজারো মানুষ সিএমএইচে লাইন দিয়েছিলেন। অনেকেই রক্ত দিয়েছেন আবার অনেকেই রক্ত দেয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। এরশাদের জন্য সাধারণ মানুষের এই ভালোবাসায় কৃতজ্ঞতা জানান গোলাম মোহাম্মদ কাদের এমপি। এ ছাড়া গত শুক্রবার সারাদেশের মসজিদ এবং মন্দিরে এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনা দোয়া অনুষ্ঠানের জন্যও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যে দেশবাসীকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। তিনিও দেশবাসীর কাছে এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে বনানী অফিসে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয় ওলামা পার্টি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) মো. খালেদ আখতার, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজাহার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, আমির উদ্দিন আহমেদ ডালু, ইসাহাক ভূঁইয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।