বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পর্ষদ ২০১৯ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান মনোনীত হয়েছেন।
সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী রোববার ফোরামের কার্যনির্বাহী পর্ষদের প্রধান নির্বাচন কমিশনার ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মেহের আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল, সদস্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ ও প্রদীপ কুমার অধিকারী।
উল্লেখ্য, গত ২৯ জুন শাপলা ফোরামের কার্যনির্বাহী পর্ষদ ২০১৯ এর নির্বাচন অনু্িষ্ঠত হয়। ওই দিনে সর্ব্বোচ ভোট প্রাপ্ত প্রথম ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই ১৫ জন সদস্য প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।