Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লরি উল্টে আহত ৪, ভুলতা-গাজীপুর বাইপাস সড়কে ৫০০ গাড়ি আটকা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ১:৪৯ পিএম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কনটেইনারবাহী লরি উল্টে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুলতা- গাজীপুর বাইপাস সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সড়কের উভয়পাশে প্রায় ৫০০ গাড়ি আটকা পড়েছে বলে জানা গেছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার গলানবাজার এলাকায় সালাম শপিং কমপ্লেক্সের সামনে ওই কনটেইনারবাহী লরিটি উল্টে যায়।

কালীগঞ্জ থানার ওসি মো. আবু বক্কর মিয়া জানান, ভুলতা-গাজীপুর বাইপাস সড়কের গলানবাজারে কনটেইনারবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আহত হন চারজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শামীমের অবস্থা গুরুতর।

এ ঘটনায় ভুলতা-গাজীপুর বাইপাস সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সড়কের উভয়পাশে প্রায় ৫০০ গাড়ি আটকা পড়েছে। লরিটি সরিয়ে ওই বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ