Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে মাক্রোবাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনিয়ার খোকন নিহত, আহত ৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ৬:০৬ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ দেহনি ভবানন্দপুর গ্রামের আলহাজ্ব হাসান আলীর ছেলে ইঞ্জিনিয়ার ও ঢাকা আজিজ গ্রুপ কোম্পানির মার্কেটিং ম্যানেজার খেজমত আলী খোকন (৪৩) সড়ক দুর্ঘটনায় নিহত হন। ইন্নালিল্লাহি-----রাজিউন। তার পারিবারিক সূত্রমতে জানা যায়, ৬ জুলাই শনিবার সকালে কয়েকজন মিলে বিমানযাত্রী হিসেবে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে রওনা দেয়। পথি মধ্যে জেলার বড় খোচাবাড়ি নামক স্থানে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান খোকন। মাক্রোবাসের যাত্রী ৬ জনের মধ্যে ৪ জন গুরুতর আহত হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মিরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খি, বন্ধু- বান্ধব ও গুণগ্রাহী রেখে জান। তার মৃত্যুতে আজিজ গ্রুপ কোম্পানি গভীর শোক প্রকাশ করেছে। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ৯টায় মরহুমের জানাযার নামাজ দেহনী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ