বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় পাওনা একহাজার টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজা মতিয়ার রহমান বাবু’র কুড়ালের আঘাতে চাচা সাইদুল ইসলাম (৬০) ঘটনাস্থলেই নিহত হন। এসময় অপর চাচা কাচু মিয়া বিরোধ থামাতে গিয়ে হামলার শিকার হন। এতে তার হাত ভেঙ্গে যায়। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার কেদার ইউনিয়নের খাষগ্রামে শনিবার দুপুরে চাচা সাইদুল ইসলামের কাছে পাওনা এক হাজার টাকা চায় ভাতিজা মতিয়ার রহমান বাবু। এনিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মতিয়ার রহমান বাবু তার হাতে থাকা কুড়াল দিয়ে চাচা সাইদুলের বুকে আঘাত করে। আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে ছোট চাচা কাচু মিয়া মতিয়ার রহমান বাবুকে থামাতে গিয়ে মারধোরের শিকার হন এবং এতে তার হাত ভেঙ্গে যায়। ঘটনার পরপরই ঘাতক ভাতিজা পালিয়ে যায়। নিহত সাইদুল ওই গ্রামের মৃত: ফকর উল্ল্যাহ’র পূত্র। সাইদুলের বড় ভাই আবুল কাশেমের পূত্র মতিয়ার রহমান বাবু।
ঘটনার সত্যতা স্বীকার করে কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন ওর রশীদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং ঘাতককে আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।