Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাক চাপায় কলেজ শিক্ষিকা নিহত, চালক- হেলপার আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৩ পিএম | আপডেট : ২:০৯ পিএম, ৬ জুলাই, ২০১৯

সাতক্ষীরার পাটকেলঘাটায় তেলবাহী ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষিকা জাহানারা বেগম নিহত হয়েছেন। এসময় চালক, হেলপারসহ ঘাতক ট্রাকটি জনতা আটক করে পুলিশে দিয়েছে। শনিবার (৬ জুলাই) সকাল ১১ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম পাটকেলঘাটা হারুন-অর রশিদ কলেজের জীব বিজ্ঞানের প্রভাষিকা। তার বাড়ী তালা উপজেলার নওয়াপাড়া গ্রামে। নিহতের স্বামী শাহদাৎ হোসেন যশোর জেলার কেশবপুর থানার বে-সরকারি উন্নয়ন সংস্থা সমাধান এনজিওর ম্যানেজার।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সকাল ১১ টার দিকে কলেজ প্রভাষিকা জাহানারা বেগম
পা-ভ্যান যোগে হারুন-অর-রশিদ কলেজে যাচ্ছিলেন।

তিনি পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ অফিস পার হতেই পিছনদিক থেকে সাতক্ষীরাগামী যশোর-ট ১১-৩৬৮১ নাম্বারের একটি তেলবাহী ট্রাক রাস্তার বাম সাইডে থাকা ভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই কলেজ প্রভাষিকা জাহানারা নিহত হন। এসময় উত্তেজিত জনতা ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম ও হেলপার আহম্মেদ উদ্দিনকে আটক করে পুলিশে দেয়।

আটক ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের নাজের আলীর ছেলে ও হেলপার আহম্মেদ উদ্দিন একই গ্রামের মাওলানা আব্দুল বারীর ছলে। কলেজ প্রভাষিকার নিহতের ঘটনায় পাটকেলঘাটা কলেজে শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ