Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১১:৩৪ এএম | আপডেট : ১২:২০ পিএম, ৬ জুলাই, ২০১৯

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খেজমত আলী (৩৫) নামে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও- ঢাকা মহাসড়কের খোচাবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে সদরের খোচাবাড়ি এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হয় খেজমত আলী। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষা করে।

নিহত খেজমত আলী জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার দেহনি গ্রামের হাসান আলীর ছেলে। তিনি ঢাকায় আকিজ গ্রুপে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আকটকৃত মাইক্রোবাসটি নভোএয়ার বিমান কোম্পানির অনুমোতি নিয়ে ঠাকুরগাঁওয়ের পাপন সেল বিমান এজেন্সীর মালিক মামুন তার নিজস্ব গাড়ি যোগে সৈয়দপুর বিমানবন্দরে ভাড়ায় যাত্রী বহন করতেন। দূর্ঘটনার দিন ড্রাইভার রফিক মাইক্রোবাসটি সৈয়দপুরে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। ঘটনার পর ড্রাইভার রফিক পলাতক রয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ