প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সত্তর দশকের মধ্যভাগ থেকে আশির শুরু পর্যন্ত ‘চার্লি’স এঞ্জেলস’ ছিল সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজের একটি। সেই জনপ্রিয়তাকে উপজীব্য করে ২০০০ সালে একই নামে একটি চলচ্চিত্র মুক্তি পায়। ক্যামেরন ডিয়াজ, লুসি লিউ এবং ড্রু ব্যারিমোরের অভিনয়ে সেটির সিকুয়েল ‘চার্লি’স এঞ্জেলস: ফুল থ্রটল’ মুক্তি পায় ২০০৩ সালে। দুটি ফিল্মই বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তারই ধারা অনুসরণ করে এই বছর ‘চার্লি’স এঞ্জেলস’ নামে আরেকটি ফিল্ম মুক্তি পাবে। নতুন ফিল্মটিতে রহস্যময় চার্লি টাউনসেন্ডের তিন এঞ্জেলের ভূমিকায় অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, নেয়োমি স্কট আর এলা বেলিনস্কা; এরা তিনজন যথাক্রমে সাবিনা, এলেনা আর জেইনের ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে তিনজন বোসলির ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক স্টুয়ার্ট, জিমন হনসু এবং এলিজাবেথ ব্যাঙ্কস। ‘পিচ পারফেক্ট টু’ পরিচালক এলিজাবেথ ব্যাঙ্কস নিজের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। মূল টিভি সিরিজে প্রধান তিন ভূমিকায় অভিনয় করেছিলেন ফারাহ ফসেট, জ্যাকলিন স্মিথ এবং কেইট জ্যাকসন। পরে তাদের স্থলাভিষিক্ত হন শেরিল ল্যাড, শেলি হ্যাক এবং টানিয়া রবার্টস। নতুন ‘চার্লি’স এঞ্জেলস’-এর জন্য একটি গান গেয়েছেন মাইলি সাইরাস, আরিয়ানা গ্রান্ডে এবং লানা ডেল রে। ১৫ নভেম্বর ফিল্মটি মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।