পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিউইয়র্ক থেকে এনা : লসএঞ্জেসের ভ্যালি ভিলেজে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশী আহমেদ ওয়াসির (৫২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, গত ২৫ মার্চ সকাল ৯টা ১৫ মিনিটে ভ্যালি ভিলেজের ফাস্টফুড রেস্টুরেন্ট সেভেল ইলাভেনে কাজ করছিলেন বাংলাদেশী আহমেদ ওয়াসি এবং তার স্প্যানিস স্ত্রী আগন্তুক পাওলিনা। এ সময় একজন হোমলেস তাদের দোকানে ঢুকে কিছু খাবার নিয়ে অর্থ পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন। তখন তাকে বাধা দেয় ওয়াসির স্ত্রী। কোনো কথা না বলেই হোমলেস পাওলিনাকে ছুরি দিয়ে আঘাত করে। এ অবস্থায় ওয়াসি স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে। মারাত্মক আহত এবং রক্তাক্ত অবস্থায় আহমেদ ওয়াসি এবং তার স্ত্রীকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা পরীক্ষা করে ওয়াসিকে মৃত বলে ঘোষণা করেন। তার স্ত্রী পাওলিনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। উল্লেখ্য, আহমেদ ওয়াসি প্রায় ২ যুগের মতো সেভেল ইলাভেনের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। তার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।