প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নর্থ আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তম সংগঠন ফোবানা’র তিনদিন ব্যাপী ৩৬তম সম্মেলন লস এঞ্জেলেস লেভার ডে উইকেন-এ হোটেল ম্যারিয়ট বারব্যাঙ্কে অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ‘আমরা করবো জয়’ শ্লোগান নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রবাসী কন্ঠশিল্পী কাবেরী রহমানের সূচনা সঙ্গীত ‘তুমি নির্মল করো মঙ্গল করো’-এর মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। পরে মূল মঞ্চে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান এমপি ভিডিও বার্তার মাধ্যমে ৩৬তম ফোবানা সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন। তারপরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে ফোন করে ফোবানা কমিটি ও উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান জুডি চো। তিনি বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। ফ্লোরিডা থেকে আগত ও নতুন প্রজন্মের শিল্পীরা ‘মঙ্গল প্রদীপ জ্বেলে’ সঙ্গীতের সাথে নৃত্য এবং ‘আমরা করবো জয়’ গান পরিবেশন করে। ফোবানার হোস্ট কমিটির কনভেনর আবুল ইব্রাহিম ও সদস্য সচিব সৈয়দ এম হোসেন বাবু আনুষ্ঠানিকভাবে হোস্ট কমিটি এবং কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সচিব ডঃ রফিক খানের সাথে ফোবানার সকল সদস্যদের সাথে মুক্তিযাদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত লায়লা হাসান প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা করেন। স্থানীয় সময় রাত ৯ টা ২০ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে সাংস্কৃতিক পর্ব। ফোবানার মূল ভেন্যুতে খাবারের স্টল ও নানা ভেন্ডারদের সরব উপস্থিতি ছিল। সঙ্গীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি সঙ্গীত পরিবেশন করে দর্শকদের বিনোদিত করেন। দ্বিতীয় দিন দুপুর ২টায় ছিল জাতীয় কবির কবিতা ‘চল চল’ নিয়ে সেমিনার। কেন্দ্রীয় কমিটির যুগ্মসচিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন একুশে পদক ভাস্কর ব্যানার্জী, জাহিদ হোসেন পিন্টু, আতিকুর রহমান, কাজী মশরুহুল হুদা প্রমুখ। ছিল ইয়ুথ সেমিনার। রাতে ছিল বিভিন্ন স্ট্যাট থেকে আগ শিল্পীদের নাচ, গান, কবিতাসহ নানা পারফরমেন্স। ৩ সেপ্টেম্বর লস এঞ্জেলেসে প্রবাসী বাঙালিদের ছিল উপচেপড়া ভিড়। রাতে দেয়া হয় ফোবানা স্কলারশিপ। লস এঞ্জেলেসের একজনকে ১০০০ ডলারের স্কলারশিপ অর্জন প্রদান করা হয়। ৩৬তম ফোবানার বিদায়ী চেয়ারপার্সন আতিকুর রহমান বলেন, ফোবানা একটি অরাজনৈতিক এবং স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। অথচ পদলোভী স্বেচ্ছাচারী ফোবানার সদস্যরা ফোবানাকে স্বাধীনতা বিরোধীদের প্ল্যাটফরম তৈরি করেছেন শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। একদিন না একদিন তারা নিজেদের ভূল বুঝতে পেরে আবারও মূল ফোবানায় ফিরে আসবে। মূলমঞ্চে ফোবানার নতুন কমিটির নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার। নতুন চেয়ারম্যান হন আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন, এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান, জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি মুহাম্মদ কবির কিরন, ট্রেজারার লতিফুল রেজা তুষার, আউটস্ট্যান্ডিং মেম্বারদের মধ্যে রয়েছেন জাকারিয়া চৌধুরী, সৈয়দ এম হোসেন বাবু, আবুল ইব্রাহিম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বেদারুল ইসলাম বাবলা, জিআই রাসেল, শিব্বীর আহমেদ, সাদেক খান, এমডি মনিরুজ্জামান (কানাডা), আরিফ আহমেদ আশরাফ এবং রহিম নেহাল। এক্সিকিউটিভ মেম্বার অর্গানাইজেশনগুলো হচ্ছেÑ বাংলাদেশ লীগ অফ আমেরিকা (নিউ ইয়র্ক), এনআরবি ইউএসএ (নিউ ইয়র্ক), কারিগর প্রোডাকশন অ্যান্ড কালচারাল সোসাইটি (ফ্লোরিডা), বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস (ক্যালিফর্নিয়া), বৈশাখী মেলা (ক্যালিফর্নিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়াল (কানাডা), রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যালিফর্নিয়া), বিডি সুরছন্দ (নিউ ইয়র্ক), ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি ডিএমভি (ভার্জিনিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অব স্যান এন্টোনিও (টেক্সাস), জর্জিয়া এশিয়ান বিজনেস নেটওয়ার্ক (জর্জিয়া), বঙ্গ ফাউন্ডেশন (টেক্সাস), গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অর্গানিজশন (ক্যালিফর্নিয়া), বাংলাদেশ ফাউন্ডেশন অফ ফ্লোরিডা (ফ্লোরিডা), শতদল ইনক (নিউ জার্সি), বাংলাদেশ এসোসিয়েশন অফ পিটসবার্গ পেনসেলভেনিয়া। ২০২৩ সালে অনুষ্ঠিতব্য ৩৭তম ফোবানা সম্মেলন-এর হোস্ট সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়াল (কানাডা)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।